নবীন শিক্ষার্থীদের পদচারণায় প্রানবন্ত লালমাই অঞ্চলের কলেজ ক্যাম্পাসগুলো

-অনলাইন ডেস্কঃ

রবিবার (১৩ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে মধ্যদিয়ে লালমাই অঞ্চলের কলেজ ক্যাম্পাসগুলো নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। কুমিল্লার লালমাই-সদর দক্ষিনের উচ্চশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ লালমাই সরকারি কলেজ,বাগমারা মহিলা কলেজ, ভুশ্চি ডিগ্রি কলেজসহ লালমাই উপজেলার অন্যান্য সরকারি বেসরকারি কলেজগুলোতে ঠিক একই দৃশ্য দেখা গেছে।

লালমাই সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখায় গিয়ে দেখা যায়, একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে ভোরের আলো ফুটতে না ফুটতেই দূরদূরান্ত থেকে নবীন শিক্ষার্থীরা অভিভাকদের সঙ্গে নিয়ে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন। অনলাইনে ভর্তি ফরম পূরণ শেষে কেউ ব্যাংক ড্রাফট করতে ছুটছেন অস্থায়ী বুথে, আবার কেউ প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ছেন। সবশেষে দায়িত্বরত কলেজ কর্তৃপক্ষের বরাবর ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম নিশ্চিত করছেন।
লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ মিনাল কান্তি গোস্বামী বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় এবং মানবিক শাখায় নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে পারবে। নির্ধারিত আসনের বাইরে বাড়তি কোনও শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ নেই।
১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী এই ভর্তি কার্যক্রম চলবে।

একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে সংশ্লিষ্ট এক অধ্যাপক  জানান, উত্তীর্ণ মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটায় শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে ভর্তি কার্যক্রম নিশ্চিত করতে কষ্ট হচ্ছে। তারপরও করোনাভাইরাসের এই মহামারির মধ্যেও দীর্ঘদিন পর শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে ফিরতে পেরে ভালো লাগছে।

করোনাভাইরাসের মধ্যেও নবীন শিক্ষার্থীরা ভর্তি হতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন। বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণ। তাদের পদচারণায় ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১