-আজকের লালমাই ডেস্কঃ-
ভারত থেকে পেঁয়াজ রপ্তানির বন্ধের খবরে কুমিল্লায় লালামাইয়ে ক্রমেই অস্থির হয়ে পড়েছে পেঁয়াজের বাজার।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পেয়াজের বাজার নিয়ন্ত্রনের মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার বাগমারা ও ভুশ্চি বাজারে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ এই দুই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ মাজিস্ট্রেট।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” এর ৪০ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে ০৯(নয়) ব্যবসায়ীকে =৫০,৫০০/-(পঞ্চাশ হাজার পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়,
উপজেলা সদর থেকে প্রত্যন্ত গ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে কেজিতে পেঁয়াজের দর লাফিয়ে লাফিয়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ৮০ টাকায় ঠেকেছে। আরও মূল্য বৃদ্ধির আশায় মজুদদাররা পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে বিক্রি বন্ধ করে দিয়েছে।
মঙ্গলবার বিকালে লালমাই উপজেলা সদরের বাগমারা,ভূশ্চি সহ কয়েকটি বাজার ঘুরে খোঁজ নিয়ে পেঁয়াজের এ আকস্মিক মূল্য বৃদ্ধির খবর জানা গেছে।
আরো পড়ুনঃ