-ডেস্ক রিপোর্টঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কুমিল্লা জেলার লালমাই উপজেলার ছাত্রদের সংগঠন ” ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অফ”লালমাই” এর নেতৃবৃন্দ আগামীদিনের বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে অধ্যাপক অপু আলমের সাথে সাক্ষাৎ করেন।
শুক্রবার সন্ধ্যায় লালমাই উপজেলার প্রান কেন্দ্র বাগমারা বাজারের একটি রেস্টুরেন্টে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই সময় সংগঠনের আগামীর পরিকল্পনার অংশ হিসেবে নোবেল করোনা নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রলীগ নেতা গাজী হাবিব, সংগঠনের আহব্বায়ক মনির হোসেন , যুগ্ন-আহব্বায়ক কামরুল হাসান রাফি,মোঃ তারেক সাইফুল্লাহ, ওয়ালী উল্লাহ,সদস্য সচিব সাদেকুল ইসলাম, সদস্য আব্দুল কাদের জিলানি,মোশারফ হোসেন,ওমর সজিব,আব্দুল্লাহ আল মামুন,শরিফ হোসাইন,মাহমুদ উল্লাহ,আব্দুল্লাহ ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাতে অধ্যাপক অপু আলম একসাথে মেধা ও নৈতিকতার সমন্বয়ে লালমাই উপজেলাকে এগিয়ে নিতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।