-রিয়াজ মোরশেদ মাসুদ (নিজস্ব প্রতিনিধি) : স্মৃতিতে অম্লান আবদুল হাকিম মাষ্টার। গত ১১জুন আবদুল হাকিম মাষ্টারের তৃতীয় মৃত্যু বার্ষিকী ছিল। ২০১৭ সালের ১১জুন কুমিল্লা জেলার লালমাই উপজেলার ছোট শরিফপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও একই উপজেলার মোস্তফাপুর গ্রামের আনু মিয়ার তৃতীয় ছেলে আবদুল হাকিম বিএসসি নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অনেক শুভাকাংখি রেখে যান। মাষ্টার আবদুল হাকিম বিএসসি ১৯৭৩ সালে ঢাকার বি,এফ শাহিন স্কুল এন্ড কলেজে পাঠদানের মাধ্যমে শিক্ষাগতার মহান পেশায় যোগদান করেন। ১৯৭৪ সালের প্রথম দিকে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি উচ্চ বিদ্যালয়ে যোগদান করে প্রায় ৬ মাস দায়িত্ব পালন করে, একই সালের জুন মাসে ছোট শরিফপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করে প্রায় ৩৯ বছর সু-নামের সাথে অর্পিত দায়িত্ব পালন করে ২০১৩ সালে অবসরে চলে যান। স্যারের বড় ছেলে শাহাদাত হাকিম বাবু বলেন, আমার বাবার শত শত ছাত্র-ছাত্রী ও আত্বীয় স্বজন রেখে যান, সবাই যেন আমার বাবার জন্য দোয়া করেন।
আরো পড়ুনঃ