-প্রদীপ মজুমদার,রিয়াজ মজুমদার(বিশেষ প্রতিনিধি)
কুমিল্লার লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষকের দ্রত বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীর ও স্থানীয় জনগণ। আমরা অনলাইন ভিত্তিক সবাই পরতীর সন্তান গ্রুপ সংগঠনের আয়োজনে গতকাল বিকালে উপজেলার ভূশ্চি বাজার কুমিল্লা- বাঙ্গড্ডা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।জানা যায় গত ৩ ডিসেম্বর উপজেলার পরতী গ্রামে নিজ ঘরে পাশ্ববর্তী বাড়ির আবুল বাশারের ছেলে স্বপন মিয়া অস্ত্রের ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষন করে। ধর্ষনের ঘটনায় মেয়ের বাবা খলিলুর রহমান মিন্ট বাদি হয়ে লালমাই থানায় মামলা করে , মামলা নং-০২, তারিখ-০৪-১২-২০২০ইং। মানববন্ধনে ধর্ষকের দ্রত গ্রেপ্তার ও বিচার দাবি করে বক্তব্য রাখেন সংগঠনের এডমিন কাজী জাফর আহমেদ, ইসমাইল হোসেন জয়, ভূশ্চি বাজার জামে মসজিদের খতিব মাওলা আমির হামজা প্রমুখ।