বাকই উত্তরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

-রিয়াজ মজুমদার (বিশেষ প্রতিনিধি)  ১৭ই ডিসেম্বর  কুমিল্লার লালমাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলার বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউপি চেয়ারম্যান আইউব আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আবদুল বারী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলু, বাকই উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জাবের হোসেন জাবেদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ পরান সওদাগর। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করে, আমাদেরকে একটি লাল সবুজের পতাকা উপহার দেন, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান তাই আমিও গর্বিত। সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন বীর খন্দকার সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সফিকুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান চৌধুরী।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১