-আজকের লালমাই ডেস্ক
লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারায় গত সোমবার সিএনজি শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় কুমিল্লা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি: ১৫৬৯) এর বাগমারা শাখার সভাপতি মোঃ সোলায়মান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি: ১৫৬৯) এর বাগমারা শাখা সিএনজি স্ট্যান্ড নিয়ে দখল ও চাঁদবাজি নিয়ে দুগ্রুপের সংঘর্ষ শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়াতে সংবাদ প্রচার করা হয়েছে। যাহা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কিন্ত এমন বিষয় নিয়ে কোন ঘটনা ঘটেনি।
গত (২১ ডিসেম্বর) সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে এ হামলায় ১জন মহিলা হকার ও ৫জন শ্রমিকনেতা আহত হয়। বর্তমানে তারা কুমিল্লা মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
অসুস্থ্য থাকায় মামলা দায়ের করা হয়নি। তবে আহতরা সুস্থ্য হলেই ঘটনার আরো বিস্তারিত জেনে মামলা দায়ের করা হবে। তবে তাদেরকে মামলা না করতে বিভিন্ন ভাবে হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে শোনা যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, আমরা ২০১৬ সালে শ্রমিকদের নির্বাচনে নির্বাচিত হয়ে শ্রম দপ্তরের নীতিমালা ও প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের পেনশন, চিকিৎসা, মৃত্যু ফান্ড ও সার্বিক সহযোগিতার মাধ্যমে সংগঠন চালিয়ে আসছি। বিলুপ্ত হওয়া রেজি: নং ২০৩৬ নামে একটি সংগঠনের নামে সাবেক যুবলীগনেতা আবদুল মোতালেব সভাপতি ও আবু তাহের সাধারণ সম্পাদক দাবী করে ভূয়া রশিদ দিয়ে চাঁদা আদায় এবং আমাদের শ্রমিকদের থেকে তাদের পরিচয়পত্র ছিনিয়ে নিয়ে যায় এবং শ্রমিকদেরকে বিভিন্ন ভাবে হয়রানী করার চেষ্টা করে।
তাদের এমন অবৈধ কার্যক্রম করায় শ্রম দপ্তরে লিখিত অভিযোগের ভিত্তিতে শ্রমদপ্তরের প্রেরিত তদন্ত টিম সরেজমিনে এসে অবৈধভাবে কার্যক্রম প্রমানিত পাওয়ায় ২০৩৬ নামে সংগঠনটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
এসময় সোলাইমান বাগমারা শাখার সভাপতি হিসেবে সংগঠনের পক্ষ থেকে এমন অপ্রীতিকর ঘটনার ধিক্কার ও তীব্র নিন্দা জানান এবং পাশাপাশি এ সকল অবৈধ অপকর্ম বন্ধে ও আহত শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে শান্তিপূর্ণ পরিবেশে বাগমারা সিএনজি শাখা পরিচালনার সুযোগ দিতে প্রশাসনসহ উর্ধতন কর্মকর্তাদের প্রতি সঠিক বিচারের দাবী জানান।
আরো পড়ুনঃ