এ.পি.পি জাহাঙ্গীরের চুরি হওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ

অনলাইন ডেস্কঃ

কু‌মিল্লা জেলা দায়রা জজ আদাল‌তের এ.পি.পি ও লালমাই উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক  এডভোকেট জাহাঙ্গীর আলমের চু‌রি হওয়া মোবাইল ফোন তিন মাস পর প্রযুক্তির সাহায্যে উদ্ধার করে কোতয়ালী ম‌ডেল থানা পু‌লিশ। ২৫ জানুয়া‌রি দুপু‌রে উদ্ধার হওয়া মোবাইল ফোন‌টি কোতয়ালী ম‌ডেল থানার পু‌লিশ প‌রিদর্শক বেলাল হো‌সেনের উপ‌স্থি‌তি‌তে এএসআই জা‌কির হো‌সেন ফো‌নের মা‌লিক এডভোকেট জাহাঙ্গীর আলম‌কে বু‌ঝি‌য়ে দেয়।

জানা যায়, ২০২০ সালের ৫ অ‌ক্টোবর কুমিল্লা জেলা দায়রা জজ আদাল‌তে আইনজী‌বি ভব‌নের চতুর্থ তলা থে‌কে এড‌ভো‌কেট জাহাঙ্গীর আল‌মের স‌্যামসাং জেটু প্রাইম মোবাইল ফোন‌টি চু‌রি হ‌য়ে যায়। এ ঘটনায় এডভোকেট জাহাঙ্গীর আলম ২০২০ সা‌লের ৫ অক্টোবর কু‌মিল্লা কোতয়ালী ম‌ডেল থানায় সাধারন ডায়ে‌রি(জি‌ডি) ক‌রেন।
জিডির তদন্ত কর্মকর্তা এএসআই জা‌কির হো‌সেন মোবাইল ফো‌নের আইএমই নাম্বার নি‌য়ে প্রযুক্তির মাধ্যমে মোবাইল ব্যবহারকারীর ঠিকানা সংগ্রহ ক‌রেন। এর ম‌ধ্যে মোবাইল ফোন‌টির অবস্থান একা‌ধিক বার প‌রিবর্তন হয়। সর্ব‌শেষ ২৪ জানুয়া‌রি মোবাইল ফোন‌টি ব‌্যবহারকারীর অবস্থান নগরীর কা‌লিয়াজুরী‌ নি‌শ্চিত হ‌য়ে ব‌্যবহারকারীকে সনাক্ত ক‌রে। এ সময় মোবাইল ব‌্যবহারকারী ব্যক্তি মোবাইলটি অন্যজন থে‌কে কি‌নে নেওয়ার কথা জানান। মোবাই‌লের বৈধ কোন ডকু‌মেন্ট ব‌্যবহারকারী দেখা‌তে না পে‌রে পুলিশকে মোবাইল ফোনটি ফেরত দি‌তে বাধ‌্য হয়।

চুরি হওয়ার ৩ মাস পর মোবাইল ফোন‌টি হাতে পেয়ে কোতয়ালী ম‌ডেল থানার পু‌লিশ প‌রিদর্শক বেলাল হো‌সেন ও এএসআই জাকির হো‌সেন‌কে ধন‌্যবাদ জা‌নি‌য়ে কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন মোবাইল ফো‌নের ম‌া‌লিক এড‌ভো‌কেট জাহাঙ্গীর আলম। এর আ‌গেও এএসআই জা‌কির হো‌সেন বি‌ভিন্ন সম‌য়ে সাংবা‌দিক , ব‌্যবসা‌য়ি ও শিক্ষক‌দের হা‌রি‌য়ে যাওয়া ও চু‌রি হওয়া একা‌ধিক মোবাইল ফোন উদ্ধার ক‌রে প্রশংসা অর্জন ক‌রে‌ছে। বর্তমা‌নে পুলিশ বাহিনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত মোবাই‌ল ফোন উদ্ধার ক‌রতে সক্ষম হয়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১