গঠনতন্ত্র বিরোধী ইউনিয়ন কমিটি ঘোষনার প্রতিবাদে লালমাইয়ে ৫ ছাত্রলীগ নেতার পদত্যাগ।
লালমাই উপজেলা ছাত্রলীগের আওতাধীন বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক কমিটি ঘোষণার চার দিনের মাথায় ৫ ছাত্রলীগ নেতা লিখিত ভাবে পদত্যাগ করেছেন।
গত ২৭ জুন লালমাই উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শরিফুল ইসলাম কে সভাপতি,ওমর ফারুক কে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল নোমানকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা দেন।
ছাত্রলীগের গঠনতন্ত্র বিরুধী ও অবৈধ বলে অভিযোগ এনে উক্ত কমিটির পদ থেকে ১নং সহ সভাপতি দিদারুল আলম মিশু, ২নং সহ সভাপতি শেখ তোফায়েল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিব্বুল্লাহ,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,৩নং যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান জীবন পদত্যাগের ঘোষণা লিখিত ভাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে বলা হয়েছে , সদ্য ঘোষিত তথাকথিত পূর্ণাঙ্গ কমিটি বাংলাদেশ ছাত্রলীগ গঠনতন্ত্রের ৫ (ক), ৫(গ), ১৮(খ), ২২ (ক) ও ২৩(ক) ধারার পরিপন্থী হওয়ায় গঠনতন্ত্রের বিরোধী এবং অবৈধ। আদর্শ বহির্ভূত ও নীতি নৈতিকতাহীন কান্ডের দায়ভার নিতে সম্পূর্ণ অপারগতা প্রকাশ করে স্বজ্ঞানে ও স্বপ্রণোদিত হয়ে তথাকথিত, ২৭ জুন, ২০২৩ খ্রি. ঘোষিত উক্ত কমিটির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে ভুলইন উত্তর ইউনিয়নের নবঘোষিত আহব্বায়ক কমিটির যুগ্ন আহব্বায়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক খান মোহাম্মদ রুবেল হোসেন।
আরো পড়ুনঃ