লালমাইয়ে ৭০০ পিছ ইয়াবা সহ ইকবাল গ্রেফতার

 

লালমাই থানার পুলিশ কর্মকর্তা  মোঃ জামিল মিঞা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় জরুরী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ডিউটি চলা কালে গতকাল ১৭ জুলাই ২০২৩ খৃষ্টাব্দ সোমবার বিকাল ৩.৩৫ ঘটিকার সময় লালমাই থানাধীন ০৫নং পেরুল উত্তর ইউনিয়ন এর আলীশ্বরে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আলীশ্বর দক্ষিণ পাড়া জনৈক বাহার মিয়ার নতুন বাড়ীর সামনে রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি পরিচালনা কালে কুমিল্লা থেকে নোয়াখালী গামী একটি উপকুল বাসকে থামানোর সংকেত প্রদান করে বাসটি তল্লাশী করেন। তল্লাশী কালে বাসে থাকা নিশ্চিন্তা (মিয়া বাড়ী) পোঃ দাঁতমারা-৪৩৫৫ থানা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম এর মোঃ জসিম উদ্দিন এর ছেলে মোঃ ইকবাল হোসেন (২০) কে সন্দেহ হলে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহ জনক হওয়ায় দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের ডান পকেটে সাদা কাগজের উপর সাদা টেপ দ্বারা মোড়ানো ০১ টি বান্ডিল পাওয়া যায়। উক্ত বান্ডিলে রক্ষিত ০৪ টি সাদা বায়ুনিরোধক পলিথিন। যার ০৩ টি পলিথিনে ২০০ পিছ করে (২০০×৩)=৬০০ পিছ এবং অপর ০১ টি পলিথেনে ১০০ পিছ সহ সর্বমোট ৭০০ পিছ ইয়াবা ট্যাবলেট পেয়ে সাক্ষীদের সম্মুখে ১৭ জুলাই বিকাল ০৪.২৫ মিনিটে ইকবাল হেসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামীকে ১৮ জুলাই ২০২৩ খৃষ্টাব্দ মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১