স্টাফ রিপোর্টার :
সংগঠনকে গতিশীল ও তৃণমূলকে শক্তিশালী করতে লালমাই উপজেলার ১নং বাগমারা উত্তর ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ড (নাওড়া, লোলাই, বেতিয়াপাড়া) ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৫ জুলাই (মঙ্গলবার) বিকালে বাগমারাস্থ নাওড়া সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাগমারা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন মির্জা।
৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিছির উদ্দিন, আওয়ামীলীগ নেতা অমূল্য সূত্রধর, ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল কাশেম,বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাহিদ ইমরান সুমন, যুগ্ম আহবায়ক আজগর আলী আরজু প্রমুখ।
বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের ১নং যুগ্ম আহবায়ক মোহাম্মদ নোমান হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাবিব মজুমদার প্রমুখ।
পরে সাইমন কে সভাপতি, অজয় সূত্রধর কে সহ-সভাপতি, তুষার আহমেদ কে সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসেন জিতু কে যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান কে সাংগঠনিক সম্পাদক, আল আমিন হোসেন রনি কে সাংগঠনিক সম্পাদক,রিয়ন সিংহ কে প্রচার সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটির অনুমোদন করে আগামী ৭ দিনের মধ্যে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে ইউনিয়ন ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার নির্দেশ দেয় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম , ১নং যুগ্ম আহবায়ক মোহাম্মদ নোমান হোসেন ও যুগ্ম আহবায়ক নাহিদ ইমরান সুমন।
আরো পড়ুনঃ