-জিয়াউর রহমান(ডেস্ক)
কুমিল্লাস্থ লালমাই উপজেলার বসবাসরত ইসলামি আন্দোলনের জনশক্তিদের নিয়ে লালমাই ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) নগরীর হোটেল গ্র্যান্ড ক্যাসেল মিলনায়তনে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার। লালমাই ফাউন্ডেশনের সদস্য সচিব মু. কামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করে লালমাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাও. আবদুল মোতালেব।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি জেনারেল ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী, লালমাই শাখার আমির গোলাম সরওয়ার কামাল মজুমদার, সেক্রেটারি মাও. আ. নুর, প্রফেসর জহিরুল ইসলাম, অধ্যাপক আবু আকমান মাসুদ মজুমদার।
উক্ত অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, অধ্যাপক মোর্শেদ আলম, মাও. মফিজুর রহমান, মিজানুর রহমান, ওয়াহিদুজ্জামান দুলাল, হাসান আহম্মদ, নাজমুল হাসান প্রমুখ।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আব্দুল নুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন লালমাই ফাউন্ডেশন লালমাই উপজেলা আপমার মানুষের ভাগ্যোন্নয়ন, শিক্ষা ও আর্থ-কর্মসংস্থানের সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবে। এসময় ফাউন্ডেশনের আগামী একবছরের জন্য গৃহীত কর্মকাণ্ড উপস্থাপন করেন। তারা লালমাইকে একটা আদর্শ মাদকমুক্ত সন্ত্রাস মুক্ত সুশৃঙ্খল উপজেলার তৈরিতে লালমাই প্রশাসনের সাথে সর্বদা একত্রিত হয়ে কাজ করবে।
উল্লেখ্য যে, ২০২৩ এর রমজান মাসে লালমাই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।