-প্রদীপ মজুমদার(লালমাই)
কুমিল্লার লালমাইয়ে ১০০ পিস ইয়াবাসহ কামাল হোসেন খোকন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার ৫মে রাত ১০টার দিকে বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লালমাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত কামাল হোসেন খোকন সৈয়দপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
লালমাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লা আল মাহফুজ বলেন, কামাল হোসেন খোকনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।