লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া (ওহাব মাস্টার বাড়ী) আজাদ লাইব্রেরীর সত্বাধীকারী মোঃ মনিরুজ্জামান এর বাড়ি আয়েশা মন্জিলে গতকাল ৭এপ্রিল (সোমবার) খাবারের সাথে চেতনানাশক ঔষধ খাওয়াইয়ে গভীর রাতে বাড়ি ডাকাতির অভিযোগ।
৮এপ্রিল (মঙ্গলবার) ঘটনাস্থল পরিদর্শন করেন লালমাই উপজেলায় কর্মরত যৌথবাহিনী সহ লালমাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহ আলম।
ঘরে থাকা মোঃ মনিরুজ্জামান (৭২) তার সহধর্মিণী জেসমিন আকতার(৫৫) ছেলে ফয়সাল(৩৬) মেয়ে মোহনা ফারজানা ঝুমু (৩০) মোহনার ছেলে আবদুল্লাহ (৬) মেয়ে জাইমা (৪)বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে।মনিরুজ্জামান ও তার স্ত্রী জেসমিন বেগম আশঙ্কা জনক অবস্থায় আছে।
ঘটনা সূএে জানা যায় ঘরে থাকা স্বর্ন গহনা, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
নাবিল মোবাশ্বের (১৯) ঢাকা সিটি কলেজের ছাএ
মনিরুজ্জামানের ভাতিজা জানায় এই বাড়ীতে এর আগেও আরো দুই বার একই কায়দায় ডাকাতি হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন তদন্ত সাপেক্ষে
আইনানুগ ব্যাবস্হা গ্রহন করা হবেে।