অধ্যাপক অপু আলমের নেতৃত্বে অসহায় কৃষকের পাশে ফ্রেন্ড সোসাইট!

অসহায় কৃষকের ধান কেটে দেন ফ্রেন্ড সোসাইটি, এতে উদ্বোধন করেন অধ্যাপক অপু আলম

মাসুদ রানা:
করোনা মহামারিতে আজ পৃথিবী স্থবির হয়ে আছে, অসহায় হয়ে আছে পৃথিবীর মানুষগুলো। বিপাকে পড়ে থাকা অসহায় কৃষকদের ধান কাটার জন্য শ্রমিক সংকট চলছে, আর তাই আজ ৩০শে এপ্রিল বৃহস্পতিবার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা গ্রামের এক অসহায় দরিদ্র কৃষকের ৯ শতক জমির ধান কেটে দেন ফ্রেন্ড সোসাইটি। এসময় ধান কাটা উদ্বোধন করেন প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক ও সদর (দঃ) উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন অপু। আরও উপস্থিত ছিলেন ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদার, আ’লীগ নেতা আবদুল হালিম, আ’লীগ নেতা আবুল কালাম, যুবলীগ নেতা লোকমান হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশার, যুবলীগ নেতা জামাল হোসেন ভূট্টো ও ফ্রেন্ড সোসাইটি’র নেতৃবৃন্দ প্রমুখ। এসময় অধ্যাপক আলমগীর হোসেন অপু বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই দেশের কৃষকরা আমাদের চালিকা শক্তি, তাই দেশের এই সংকট মূহুর্তে কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, তাই ফ্রেন্ড সোসাইটি যে উদ্যোগ নিয়েছে তার জন্য আপনাদের কে ধন্যবাদ জানাই। পরে আবদুর রহিম চেয়ারম্যান বলেন, দরিদ্র অসহায় মানুষদের পাশে আমরা সব সময় থাকবো, সবশেষ যুবলীগ নেতা লোকমান বলেন, আজকের ন্যায় আগামীদিন গুলোতেও আমরা দরিদ্র কৃষকদের ধান কাটা অব্যাহত রাখবো।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১