সরকারি সুবিধা বিতরণে কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবেনা,স্বচ্ছতা-জবাবদিহিতা থাকতে হবে-ইউএনও

-মোঃ নাছির আহাম্মেদ(আজকের লালমাই)শুক্রবার সকালে উপজেলা নির্বাহি অফিসার ইয়াসির আরাফাত এক মতবিনিময় সভায় এই কথা বলেন।
পহেলা মে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লালমাই জনাব কে.এম.ইয়াসির অারাফাত
নভেলকরোনা ভাইরাস জনিত সংক্রমণে সৃষ্ট দূর্যোগ প্রতিরোধে সরকারী খাদ্যসহায়তা ও অন্যান্য সাহায্য ভাতা প্রদানে নিয়োজিত উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়নে নিয়োজিত তদারককারী কর্মকর্তা ও ইউপি সচিব ও অাইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী সেনাবাহিনীর অফিসারদের সাথে চলমান খাদ্যসহায়তা কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউএনও উপস্থিত সবাইকে দূর্যোগময় সময়ে সরকারী নির্দেশনা শতভাগ বাস্তবায়নে সকলকে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ করেন।
তিনি বলেন,
হতদরিদ্রদের তালিকা প্রণয়ণ,সরকারী সুবিধা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও  জবাবদিহিতা থাকতে হবে, সরকারি খাদ্য উপহার বিতরণে কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবেনা বলে ইউএনও লালমাই সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন।

এছাড়াও সকালে  লালমাই উপজেলায় প্রথমবারের মতো প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের জমিতেই ধান কাটা,মাড়াই ও প্যাকেটজাতকরণের কৃষিযন্ত্র
Kobuta ব্রান্ডের poro-588i-G মডেলের
কম্বাইন হারভেস্টার
লালমাই এর কৃষক জনাব অলিউল্লাহকে হস্তান্তর করেন  নির্বাহী অফিসার  কে.এম.ইয়াসির অারাফাত।
এসময় উপজেলা কৃষি অফিসার জনাব মো জোনায়েদ কবির খান, সরবরাহকারী প্রতিষ্ঠান অাবেদিন ইকুইপমেন্ট লিমিটেড এর ম্যানেজার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বাজারদরের প্রায় ৫০ % ভর্তুকি মূল্যে কৃষকদের এধরনের অাধুনিক কৃষিযন্ত্র সরকার সরবরাহ করছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১