-অনলাইন ডেস্কঃ
আজ ১৮ই মে সোমবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া,লোলাই ও বেতিয়াপাড়া গ্রামে মোট একশত পঞ্চাশটি পরিবারের মাঝে করোনা ভাইরাস মোকাবেলায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর উদ্যোগে নগদ তিন হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
প্রতিষ্ঠনটির লালমাই উপজেলা কার্যালয়ে আঞ্চলিক প্রধান মোঃ একরামুল হকের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যাংকার আবদুল বাতেন। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির লালমাই শাখার ম্যানেজার মোঃ রাসেল মনির এবং হিসাব কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ।
উল্লেখ্য সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট বাংলাদেশে যাকাতের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষা, চিকিৎসা, আর্থিক সহায়তা এবং বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে এই অঞ্চলে কাজ করে ইতি মধ্যে সকালের নজর কেড়েছে।
আরো পড়ুনঃ