-আজকের লালমাই ডেস্কঃ- গত ০৮ মে লালমাই উপজেলার প্রথম করোনা পজিটিভ রোগি ২ মাস বয়সি লামিয়ার দ্বিতীয় স্যাম্পলের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পর গতকাল তার ৩য় নমুনার ফলাফল পাওয়া গেছে।
শুখবর হচ্ছে শিশু লামিয়া এখন কোভিড১৯ নেগেটিভ।
গত ১৬ মে পূর্বে পাওয়া করোনা পজিটিভ দুই মাস বয়সী শিশু লামিয়ার দ্বিতীয় নমুনার পরীক্ষার ফলাফল নিগেটিভ এসেছে এবং তার পরিবারের সব সদস্যের নমুনা পরীক্ষার ফলাফল নিগেটিভ।
এইবারো লামিয়ার ৩য় নমুনা নেগেটিভ এসেছে,এবং তাকে সুস্থ ঘোষণা করেছে প্রশাসন।
ইউএনও ইয়াসির আরাফাত বলেন,লামিয়ার ৩য় নমুনা নেগেটিভ আসায় লামিয়াকে সুস্থ ঘোষণা করা হয়েছে, বাড়ি থেকে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
অাশা করি অন্যরাও দ্রুত সুস্থ হয়ে উঠবেন,
মনে রাখবেন স্বাস্থ্যবিধি মেনে না চললে
এটা যে কারো হতে পারে।অাতংকিত হবেন না,
স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।
সবাই ঘরে থাকুন,নিরাপদে থাকুন।
অন্যদিকে গত ১৬ই মে উপজেলার অন্য এক শিশু করোনা পজিটিভ দুই বছর বয়সী নাবিলার বাড়ির সকল সদস্যের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল,
এছাড়া গত ১৯ মে, ২০২০ তারিখে
লালমাই উপজেলায় সংগৃহীত
০১ টি নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া যায়।করোনাপজিটিভ ৫২ বছর বয়সী অালি অাহমেদ
৭নং বেলঘর উত্তর ইউনিয়নের বাসিন্দা ।
তিনি লালমাই এর চতুর্থ করোনাপজিটিভ রোগি।
তার পরিবার ও অাশেপাশের সব পরিবারকে লকডাউন করা হয়েছে।রোগি স্বাস্থ্য বিভাগের নিবিড় তদারকিতে হোম অাইশোলেশনে অাছেন।
গত ১৯ মে পর্যন্ত সংগৃহীত ১৬৭টি নমুনার মধ্যে ১৪৬টি নমুনার ফলাফল পাওয়া গেছে,
২১টির ফলাফল অপেক্ষমান ছিল।