-আজকের লালমাই ডেস্ক:-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত লালমাই উপজেলার শিক্ষার্থীদের সংগঠন”লালমাই স্টুডেন্ট এসোসিয়েশন” এর ২০২৪-২৫ সাকের জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা কর কমিশনার মো: জোনায়েদ হোসেন সাক্ষরিত এর বিজ্ঞপ্তিতে উপজেলার কাফশতলা গ্রামের আবির সাজ্জাতকে সভাপতি এবং হাফানিয়া গ্রামের শাহজালালকে সেক্রেটারি করে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ-সভাপতিঃ- মৃনাল সুত্রধর,জামাল আবদেন নাসের।
যুগ্ন সাধারণ সম্পাদকঃ- মাহমুদ হাসান নিরব,মেহেদি হাসান তুহিন,জান্নাতুল তাবাসসুম,মো: দেলোয়ার হোসেন।
সাংগঠনিক সম্পাদকঃ- হিসেবে আছেন,সাইফুল ইসলাম সাঈফ,সাইফুল ইসলাম রানা,মো: আল আমিন,শাহিন আলম।
প্রচার সম্পাদকঃ- নাজমুস সাকিব
অর্থ সম্পাদকঃ-আল জাবের সৈকত, বোরহান ইবনে লোকমান।
শিক্ষাবিষয়ক সম্পাদকঃ- চয়ন দে, আজহারুল ইসলাম সাব্বির।
ক্রীড়া সম্পাদক: আবু নোমান,আব্দুর রহমান।
ছাত্রী বিষয়ক সম্পাদকঃ- পাপড়ি বড়ুয়া,রুকাইয়া মজুমদার,অর্পা বড়ুয়া, সালমা সুলতানা সার্মি,তানজিনা তাইবা,তাহসিনা তানজিন।
এছাড়াও সদস্য হিসেবে আছেনঃ- তারেকুল ইসলাম, দিদার হোসাইন, হুমায়রা আক্তার, হনুফা আক্তার বিথী।
লালমাই স্টুডেন্ট এসোসিয়েশন লালমাই থেকে স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া ছাত্র-ছাত্রীদের একত্রিত করে তাদের বিভিন্ন সমস্যা সমন্বিত ভাবে সমাধান করে থাকে।
এছাড়াও প্রতিবছর লালমাই থেকে ভর্তি পরিক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন তথ্য দেয়া সহ,থাকা-খাওয়ার ব্যবস্থা করে সহযোগিতা করে থাকে লালমাই স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।