“শুভ জন্মদিন” আজকের লালমাই’র সম্পাদক মো নাছির আহাম্মেদ

– ( আজকের লালমাই ডেস্ক )
শুভ জন্মদিন লালমাই প্রেস ক্লাবের সাবেক সহ-শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, “আজকের লালমাই” পত্রিকার সম্পাদক মোঃনাছির আহাম্মেদ এর শুভ জন্মদিন আজ।
আজকের এই দিনে এক শুভ ক্ষণে কুমিল্লায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন এক আলোকিত শিশু। আর সেই শিশুটি আজকের স্বনামধন্য সাংবাদিক ও সকলের প্রিয় মোঃ নাছির আহাম্মেদ।
যার হাত ধরে বিগত বছরগুলোতে অনলাইন মিডিয়াতে আমাদের লালমাই উপজেলাকে তুলে ধরেছেন বিশ্বময়, লালমাইয়ের ডিজিটাল উন্নয়ন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন, মানব সেবা,শিক্ষার মান বৃদ্ধি ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, লালমাইকে মডেল উপজেলা হিসেবে রূপান্তিত করা, সাংবাদিকদেরকে একত্রিত করা, দল মত নির্বিশেষে একই অঞ্চলের মানুষ সকলের প্রতি সকলের ভালোবাসার সৃষ্টিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বাগমারা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি(১৪),লালমাই সরকারি কলেজ হতে এইচএসসি(১৬) এবং লালমাই সরকারি কলেজে ডিগ্রি শাখায় পড়াশোনা করেছেন।
কলেজ জীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলে তিনি।

পেশাগত কাজে এরই মধ্যে দেশের প্রায় বিভিন্ন জেলা উপজেলা চষে বেড়িয়েছেন। সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক। অল্প বয়সে সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন সাংবাদিক মো নাছির আহাম্মেদ।
তিনি বলেন,
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের গুরুদায়িত্ব। কোন কোন সংবাদ কখনও মানুষকে হাঁসায়, কখনও কাঁদায়, কখনও করে আশাবাদী এবং কখনও করে আশাহত।
আমার লক্ষ্য সব সময় মানুষের জন্য সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা, এর মাধ্যমে লালমাই উপজেলা তথা কুমিল্লা জেলাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া,সকলে দোয়া ও সহযোগিতা করবেন।

“আজকের লালমাই” পরিবার তার প্রতি কৃতজ্ঞ, হাত ধরে আমাদের লালমাই উপজেলা হয়ে উঠবে সূর্যোদয়ের মতো উজ্জ্বল আলো নিয়ে আরো আলোকিত হবে আজকের লালমাই ।

“আজকের লালমাই ” পরিবার ওনার দীর্ঘায়ু কামনা করছি।

 

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১