-মোঃ নাছির আহাম্মেদ(আজকের লালমাই)কুমিল্লা জেলার লালমাই উপজেলায় মহামারী নোবেল করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক পবিত্র মাহে রমজান উপলক্ষে লালমাই উপজেলায় সকাল ০৬.০০ টা হতে সন্ধ্যা ০৬.০০টা পর্যন্ত শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান,
ফার্মেসী, মাছ, মাংসের দোকান,
কাচা মালের দোকান,সার কীটনাশকের দোকান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধমে এক বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে,
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাস্তার পাশে অথবা হোটেল,রেস্টুরেন্টে কোন প্রকার ভাজা পোড়া, ইফতারির দোকান এইবার নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে রমজানের তারাবিতে জামাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মসজিদে দুই হাফেজসহ কেবল ১২ জন নিয়ে তারাবির নামাজ অাদায় করা যাবে।
এবং অন্যরা নিজ নিজ ঘরে তারাবি নামাজসহ ৫ ওয়াক্ত নামাজ অাদায় করবেন।
বিজ্ঞপ্তিতে ইউএনও আরো বলেন,
অপ্রয়োজনে বাজারে ঘুরাফেরা,একের অধিক কোন ব্যক্তি গনজমায়েত,চায়ের দোকানে আড্ডা,কোন সভা সমাবেশ,ইফতার পার্টির অায়োজন করা যাবে না, সন্ধ্যা ০৬.০০ টা সকাল ০৬.০০টা পর্যন্ত হতেশুধু ফার্মেসী ছাড়া সকল দোকান বন্ধ থাকবে ।
এ আদেশ অমান্য করলে জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।