প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাইয়ে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ।
শুক্রবার (৯ জুন) রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরদিন দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন — একাধিক মামলার আসামী উপজেলার দোশারীচোঁ গ্রামের মৃত আলী উল্লাহর ছেলে মো. বিল্লাল হোসেন। সে সোশ্যাল মিডিয়ায় তিনটি আইডি ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করতে গুজব ছড়ানো, গাছ কাটা ও সন্ত্রাসী কার্যক্রমের মামলা রয়েছে। অপর আসামি মো. মনির হোসেন, মো. হানিফ মিয়া, মো. খোকন মিয়া ও রাকিব হোসেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হানিফ সরকার জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে গ্রেফতারকৃতদের নাম ওয়ারেন্টভুক্ত হয়েছিল। তারা পুলিশকে ফাঁকি দিয়ে এলাকা চলাফেরা করতো। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।