নাফিউ জামানঃ
বাগমারা হিলফুল ফুজুল যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ, মেধাবী শিক্ষার্থী ও রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেলে চাইল্ড কেয়ার একাডেমি সংলগ্ন মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি মোঃ সোহাগ স্বাগত বক্তব্য রাখেন। এসময় তিনি সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রম আমন্ত্রিত অতিথিদের মাঝে তুলে ধরে।
বাগমারা দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, লালমাই উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক কাজী কামরুল হাসান ভুট্টো, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম মোহন, বর্তমান মেম্বার মাইন উদ্দীন, সাবেক মেম্বার আবদুল মান্নান, যুবলীগ নেতা সোহেল, ছাত্রলীগ নেতা নুরহোসেন, মোঃ কাউসার, মোঃ মোস্তফা সহ প্রমুখ।
অনুষ্ঠানে বাগমারা হিলফুল ফুজুল যুব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং রক্তদাতাদের সংবর্ধিত করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ সোহাগ জানান, “বাগমারা হিলফুল ফুজুল যুব উন্নয়ন সংগঠন” সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে মানুষের পাশে থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান ও রক্তদানে মানুষকে উদ্ভুদ্ধ করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও করবে বলে জানান তিনি।
আরো পড়ুনঃ