মো: মহিউদ্দিন বিন নুরু:
আজ ১৯ শে জুলাই রোজ রবিবার মুজিববর্ষ উপলক্ষে লালমাই প্রগতি সংঘের পক্ষ থেকে ফয়েজগঞ্জ বাজারে বৃক্ষরোপন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন লালমাই প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ড. শাহজাহান মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো: রফিকুল ইসলাম (বেলু)। আরো উপস্থিত ছিলেন মো: জাবের হোসেন জাবেদ, মহিউদ্দিন বিন নুরু, জহিরুল ইসলাম মিশন, রনি, রায়হান, আহসান উল্লাহ, ফরিদ, শাকিব, রেজাউল করিম, মাইনুল, নূর মোহাম্মদ, পারভেজসহ লালমাই প্রগতি সংঘের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উদ্বোধক ও সভাপতি তাদের বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব ও করোনাকালী স্বাস্থ্য সচেতনতা বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শরিফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল করোনায় নিহতদের জন্য দোয়া করা হয়।