-নাফিউ জামান নাফিজ (বার্তা সম্পাদক)
কুমিল্লার লালমাই উপজেলা থেকে করোনা সন্দেহে পাঁচ(০৫) জনের নমুনা সংগ্রহ করা হয়।গত ২০ এপ্রিল পরীক্ষার জন্য তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়।
নমুনা পরীক্ষার পর আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফলাফল প্রকাশ করা হয়।ফলাফলে কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
এর আগে ১৫ ই এপ্রিল দুটি নমুনা আইইডিসিআরএ পাঠানোর পর দুটি নেগেটিভ আসছে।
লালমাইয়ের আশেপাশের উপজেলা গুলোতে করোনার রোগী সনাক্ত হলেও লালমাইতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি।
উপজেলার সচেতন নাগরিকেরা মনে করে, শুরু থেকেই উপজেলা নির্বাহি কর্মকর্তা সহ মাঠ প্রশাসনের কঠোর নজরদারি ও উপজেলায় যানবাহন চলাচল সীমিত করার ফলাফল হিসেবেই এখন পর্যন্ত করোনা মুক্ত লালমাই উপজেলা।
আরো পড়ুনঃ