লালমাই উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বেকার যুবকদের প্রশিক্ষণ

রিয়াজ মোর্শেদ মাসুদঃ
অর্থ মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির স্বপ্নের উপজেলা নবগঠিত লালমাই উপজেলা। অর্থ মন্ত্রী ছোট বেলায় থেকে নিজ এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করতেন। কিভাবে অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন করা যায়, কিভাবে সাধারণ মানুষের মুখে হাসি ফুটানো যায়। বাগমারা-দুতিয়াপুর গ্রামের সেই ছোট বালকটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রী ও বিশ্ব সেরা অর্থ মন্ত্রী। বাংলাদেশ গর্ব, কুমিল্লার রতœ। অনেক ত্যাগ-পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে লালমাই উপজেলা। লালমাই উপজেলা প্রতিষ্ঠার হওয়ার পর সরকারের বিভিন্ন দপ্তর সেবা দিয়ে যাচ্ছে। লালমাই উপজেলার শিক্ষিত বেকার যুবদের উন্নয়নে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ৭দিন মেয়াদী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে, শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস হতে হবে। যে সকল প্রশিক্ষণ দেওয়া হয় তা হলো, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, কৃষি ও বনায়ন, হস্ত শিল্প এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রশিক্ষণ। জেলা পর্যায়ে ১/৩/৬ মাস মেয়াদী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা পর্যায়ে প্রশিক্ষণ নিতে হলে এইচ.এস.সি পাস হতে হবে। জেলা পর্যায়ে যে প্রশিক্ষণ দেওয়া হয়, তা হলো কম্পিউটার বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, মৎস্য চাষ, প্রাণী ও হাঁস-মুরগী পালন, চিকিৎসা এবং কৃষি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ। এব্যাপারে লালমাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, বেকার যুবদের উন্নয়নে আমরা কাজ করছি। প্রশিক্ষণের তথ্য জানতে যে কেউ আমার ব্যক্তিগত মোবাইলে কল করতে পারবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১