-আজকের লালমাই ডেস্কঃ
লালমাই উপজেলা পেরুল উত্তর ইউনিয়নের মাতাইন কোট গ্রামের উইনুস মিয়া ছেলে মামুন মিয়া ২০০১ সালে খরিদ সূত্রে সারে আটার শতক সম্পত্তির মালিক হন মামুন মিয়া তার ফুফু থেকে এই সম্পতি ক্রয় করেন। ক্রয়কৃত্ত সম্পত্তি উপর মামুন মিয়া ঘর স্থাপন করতে গেলে তার চাচা শাহআলম গং প্রভাব খাটিয়ে বসতের ঘর ভেঙ্গে নিয়ে যায়। পরে মামুন লাকসাম থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিক্তিতে স্থানীয় ভাবে ১ম দফা লাকসাম থানায় বসে মিমাংসা করার চেষ্টা করে স্থানীরা কিন্তু মিমাংসা হয় নাই পরে মামুনকে বিবাদীরা ভয়ভূতি হুমকি দমকি দিলে মামুন সদর দক্ষিণ থানায় পূনরায় অভিযোগ করলে তদন্ত দায়িত্ব পান ভূচ্চি তদন্ত কেন্দ্র তখন স্থানীয় চেয়াম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদার সহ অনন্যরা মিমাংসার চেষ্টা করেন কিন্তুু বিবাদীগন মানতে অসমতী জানালে। মামুন মিয়া পূনরায় ঐ ভিটিতে ঘর করতে গেলে বাধা দেয় এবং তাদের মেরে রক্তাক্ত করে বাদী মামুনের স্ত্রী রাসিদা বাদী হয়ে কুমিল্ল্া সদর দক্ষিন থানায় একটি মামলা করেন যার নাম্বার ৪৫২
পরে মামুন মিয়া বাদী হয়ে সিভিল কোর্ট আরো একটি মামলা দায়ের করেন। মামলা ৫ বছর চলার পর মহামান্য আদালত এই সম্পত্তি মামুনের বলে ৮পৃষ্ঠার একটি রায় দেয় বলে জানান মামুন।পরে বিবাদী পক্ষ পুনরায় আপিল করলে তাদের পক্ষে রায়দেন বলে জানিয়ে সম্পত্তি পূনরায় দখল করার চেষ্টা করে শাহআলম গং।মামুন স্থানীয় লালমাই থানাতে পূনরায় অভিযোগ করলে দু পক্ষকে থানায় কাগজপত্র নিয়ে আসার জন্য বলে এবং আদালতের কাজের আর্দেশ নিয়ে কাজ করার জন্য পরামর্শ দেন।কিন্তুু বিবাদীগন তা না করে কাজ করতে থাকে মামুন আদালতকে অবগতি করলে ততক্ষনিক আদালত ঐ সম্পত্তির উপর ১৪৫ দারা জারি করে উভয় পক্ষের দখল অবমুক্ত করার নির্দেশ প্রদান করেন।মামুন অভিযোগ করে বলেন স্থানীয় কিছু প্রভাবশালীরা তার শাহআলম গং এর পক্ষ নেওয়ার কারনে তার চাচা তাকে হয়রানি করছে।