লালমাই প্রেসক্লাবের প্রচার সম্পাদকের নামে দায়ের করা আইসিটি মামলার চূড়ান্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধিঃ
লালমাই প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার চুয়ান্ত প্রতিবেদন সিএমপির বন্দর থানার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্টোপলিটন আদালতে পেশ করেছে। চুয়ান্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, মামলার বাদী ঘটনার বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত, নিরপেক্ষ ও প্রত্যক্ষদর্শী সাক্ষ্য প্রমান উপস্থাপন না করায়, রিয়াজ মোর্শেদ মাসুদসহ ৫জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানের মত যথেষ্ট সাক্ষ্য প্রমান না পাওয়ায় মামলার দায় হতে আদালতে অব্যাহতির আবেদন জানানো হয়েছে। সঠিক তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করায়, জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার ও সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেনসহ সবাই বাংলাদেশ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক রিয়াজ মোর্শেদ মাসুদসহ ৫জনের নামে গত ২০১৯সালের ২৬জুন বন্দর থানায় ডিজিটায় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। একই বছরের ১৮জুলাই রাতে পুলিশ রিয়াজ মোর্শেদ মাসুদকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তিন মাস বাইশদিন জেলে বন্দি থাকার পর ৭ই নভেম্বর মুক্তি পান। রিয়াজ মোর্শেদ মাসুদকে গ্রেপ্তারের পর ঢাকা জাতীয় প্রেস ক্লাব ও লালমাই প্রেস ক্লাবের সাংবাদিকগণ দ্রত মুক্তির জন্য মানব বন্ধন করে। মামলা নং-২২, তারিখ-২৬-৬-২০১৯খ্রিঃ। চুয়ান্ত প্রতিবেদন নং-০৭।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১