লালমাইয়ে চুরি করা অটো ও রাজহাঁস সহ ৪ বন্ধু গ্রেফতার

 

-গাজী মামুন(ডেস্ক)

কুমিল্লা লালমাইয়ে ইজিবাইক (অটো) সহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও দুটি চোরাইকৃত রাজহাঁস উদ্ধার করা হয়। গত শনিবার (৮ জুলাই) বিকেল অনুমান ৫টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের ঘনিয়াখালী থেকে চুরি করে ইজিবাইক ও রাজহাঁস নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। উক্ত সংবাদের ভিত্তিতে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকারের নির্দেশে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে খোকন হোসেন, সিরাজুল ইসলামের ছেলে সজিব হোসেন, কাউছার আহম্মেদের ছেলে সিহাব হোসেন, একই ইউনিয়নের পোহনকুচা গ্রামের আবুল কালামের ছেলে সোহাগ হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ওসি হানিফ সরকার বলেন, এলাকাবাসীর সহযোগিতায় ঘনিয়াখালী এলাকা থেকে একটি ইজিবাইক ও দুটি চোরাইকৃত রাজহাঁসসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে চুরির মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১