-আজকের লালমাই ডেস্কঃ- দেশ জুড়ে বাড়ছে এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু,প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা,লালমাই উপজেলায় এখনো সরকারি ভাবে শুরু হয়নি ডেঙ্গু পরিক্ষা,যেখানে মানুষের সচেতনতার জন্য অন্যান্য উপজেলা সহ জেলা শহরে নিয়মিত টেস্ট করা হচ্ছে, প্রতিদিনের তথ্য মানুষের সামনে তুলে ধরা হচ্ছে সেখানে লালমাই উপজেলার স্বাস্থ্য বিভাগ নিরব ভূমিকা পালন করছে,সরকারি ভাবে পরিক্ষার কোন উদ্যোগ নিচ্ছে না।
উপজেলার বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের ব্যবস্থা থাকলেও সচেতনতার অভাব ও আর্থিক কারনে নিজ উদ্যোগে কেউ ডেঙ্গু পরিক্ষা করতে আসছে না।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বাগমারা হাসপাতালে পরিক্ষার সকল ধরনের ব্যবস্থা থাকার পরেও নেয়া হচ্ছেনা কোন উদ্যোগ।
এই বিষয়ে সাধারণ জনগনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেয়া দিয়েছে,
বাগমারা বাজারের সনামধন্য ডাক্তার কাউসার আহমেদ জুয়েল আজকের লালমাইকে বলেন,
“বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হসপিটালে ডেঙ্গু কেন!! কোন ধরনের টেস্টেই হয় না,এখানে কোন রুগী ভর্তিও রাখা হয় না,এখানে সরকারি ডাক্তারগণ নিয়মিত চিকিৎসা দিয়ে থাকেন কিন্তু পর্যাপ্ত জনবল এবং যন্ত্রপাতি না থাকার কারণে কোন টেস্ট করা হচ্ছে না,আমাদের বাগমারায় সরকারি হসপিটাল থাকলেও নেই কোন ধরনের সরকারি সুযোগ সুবিধা,এতে করে বঞ্চিত হচ্ছে লালমাই উপজেলার সর্বস্তরের জনগণ,মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যদি একটু সুনজর দিতেন আশা করি লালমাই উপজেলার জনগণ আরো বেশি উপকৃত হবে”।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে সমাজ কর্মী কামাল হোসেন লিখেছেন ” লালমাই উপজেলায় টেস্টও (ডেঙ্গু পরীক্ষা) নাই, ডেঙ্গুও নাই!!”
আরেকজন স্বাস্থ্য সহকারি সঞ্জয় পাল লিখেছেন “লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, চিকিৎসক আছে, কাঠামো আছে তবুও টেস্ট এর ব্যবস্থা নেই। বিষয় টা দুঃখজনক”
এই বিষয়ে বক্তব্য নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও কেউ বক্তব্য দিতে রাজি হয়নি।