লালমাইয়ে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার

 

জামাল হোসেন: কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের অশ্বদিয়ায় বড় পুকুর পাড় থেকে মান্নান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ।


নিহত মান্নান পার্শ্ববর্তী কালোর গ্রামের হায়াতুন নবী ভূট্টুর বড় ছেলে।
রবিবার সকালে অশ্বদিয়া পশ্চিম পাড়া বড় পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লালমাই থানা পুলিশ। এ বিষয়ে লালমাই থানা অফিসার ইনচার্জ মোঃ হানিফ বলেন- “খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো লিখিত অভিযোগ জানায়নি।


ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১