লালমাইয়ে করোনায় কর্মহীন অসহায় মানুষদের পাশে আল-মিনা ডেভেলপারস!

প্রদীপ মজুমদার : কুমিল্লায় লালমাই উপজেলার কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে আল-মিনা ডেভেলপারস এর চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার এর পরামর্শ ও নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গতকাল বুধবার ও আজ দুই দিন প্রতিষ্ঠানের হরিশ্চর চৌরাস্তায় চলমান প্রকল্পের পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও প্রজেক্ট কোর্ডিনেটর প্রদীপ মজুমদার এ অর্থ বিতরণ করেন।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার তালিকা তৈরী করে করোনা ভাইরাস মোকাবিলায় ঘরবন্দি খেটে খাওয়া অসহায় পরিবারগুলোকে ঘরে ঘরে গিয়ে এই অর্থ পৌঁছে দেওয়া হয়। এতে করে অসহায় পরিবারগুলো আগামী দশ দিন ঘর থেকে বের হবে না এবং সরকারের নির্দেশনার হোম কোয়ারেন্টাইন মানতে সক্ষম হবে৷
আল-মিনা ডেভেলপারস এর চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এছাড়া আগামীদিনেও যে কোন দূর্যোগে আল-মিনা ডেভেলপারস অসহায় মানুষদের পাশে থাকবে বলে তিনি জানান।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১