লালমাইয়ে মুক্তিযুদ্ধার বিরুদ্ধে বয়স জালিয়াতি করে প্রতারণার অভিযোগ

 

 

লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাইয়ে মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে বয়স জালিয়াতি করে রাষ্ট্রের অর্থ আত্মসাৎ প্রতারনাসহ নানা দূর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাবকপাড়া গ্রামের মৃত মনু মিয়া মজুমদারের ছেলে মোঃ তাজুল ইসলাম মজুমদার জাতীয় পরিচয় পত্রে জন্ম ১১-১১-১৯৫১ তারিখ দেখিয়ে মুক্তিযোদ্ধার সম্মানিসহ সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। অপরদিকে আবার জন্ম ০১-০৪-১৯৬৬ তারিখ দিয়ে উপজেলার প্রেমনল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর সনদ নিয়ে উপজেলার তার নিজ গ্রামের ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর কর্মচারীর চাকুরী করছেন। এতে দ্বিতীয় বার সরকারের সাথে প্রতারনা করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায় মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম একজন মামলাবাজ কারো সাথে কিছু হলেই মামলা ঠুকে দেন এছাড়া তিনি প্রভাব খাটিয়ে অন্যর জমি দখল, ঋণ জালিয়াতি, মামলা-হামলা দিয়ে হয়রানী সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার অত্যাচারে ওই এলাকার মানুষ অতিষ্ঠ। হামলা মামলার ভয়ে এলাকার কেউ ভয়ে মুখ খুলতে চায় না।

এব্যাপারে মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম মজুমদারের মোবাইলে কল করলে তার দ্বিতীয় ছেলে মিন্টু বলেন, আমার বাবা প্রতারনা করলে বিষয়টি সরকার দেখবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক বলেন, কোন মুক্তিযোদ্ধা যদি দুই স্থানে দুই জন্ম তারিখ ব্যবহার করে থাকে তাহলে সংশ্লিষ্ট প্রশাসন ক্ষতিয়ে দেখতে পারে। উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ বলেন, তাজুল ইসলাম মজুমদার প্রতারনা করলে সরকার ক্ষতিয়ে দেখতে পারেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১