–আজকের লালমাই ডেস্কঃ-
আজ লালমাই উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৩০ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
শনিবার ২৩শে জানুয়ারি মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ৬৬১৮৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে লালমাই উপজেলার ৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের প্রত্যেক উপকারভোগী পরিবারের নিকট গৃহ ও জমির কবুলিয়ত দলিলসহ ফোল্ডার হস্তান্তর করা হয়।
পরবর্তীতে আরো ১০ ঘর প্রদান করা হবে বলে জানাগেছে।
এই সময় লালমাই উপজেলা পরিষদ প্রাঙ্গনে চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব সহ জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় জনগণ।
উপকারভোগী প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন।
আরো পড়ুনঃ