শুভ জন্মদিন প্রানের ক্যাম্পাস “লালমাই সরকারি কলেজ “- সম্পাদকীয়

 

দক্ষিণ কুমিল্লার অন্যতম সেরা বিদ্যাপীঠ লালমাই সরকারি কলেজ।
বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় একটি পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লালমাই সরকারি কলেজ ।
আজ প্রিয় ক্যাম্পাসের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
১৮ই নভেম্বর ১৯৬৯ সালে দক্ষিণ কুমিল্লার প্রান পুরুষ স্যার অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের হাত ধরে যাত্রা শুরু করে লালমাই সরকারি কলেজ।

২০১৪ সালে এস এস সি পাশ করার পর অন্যান্য কলেজে ভর্তির সুযোগ থাকার পরেও যাতায়াতের সুবিধার জন্য ভর্তি হয়েছিলাম লালমাই ডিগ্রি কলেজে(লালমাই সরকারি কলেজ) আমার মতো হাজারো ছাত্রের চলার পথে অন্যতম সারথি হয়েছে লালমাই সরকারি কলেজ,দুই বছরে অনেক কিছু শিখেছি প্রিয় ক্যাম্পাস থেকে পেয়েছি শিক্ষকদের স্নেহ ভালোবাসা যদিও স্যারের আমাকে ব্যাক্তিগত ভাবে চিনেছে ক্যাম্পাস ছাড়ার পরে, বিশেষ করে মনে পরে কৃষি বিজ্ঞানের শিক্ষক মাহাবুব স্যারের কথা স্যার ছিলেন স্যারদের মধ্যে সবছেয়ে আন্তরিক আমাকে ডাকতে ভদ্র ছেলে বলে(চুপচাপ থাকতাম),তার পরে মনে পরে ব্যাবস্থাপনা বিভাগের তখনকার প্রধান আব্দুল মতিন স্যারের শিক্ষাদানের কৌশল ছিল অসাধারণ, তার পরে আমার শাখার হিসাব বিজ্ঞানের অধ্যাপক আব্দুল খালেক মজুমদার,বারেক স্যার সবাই ছিলেন আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি।

বললে এখানে অনেক শিক্ষকের কথাই বলা যায় কতজনের নাম আর নেয়া যায়,,?
সব আশার পরেও প্রিয় ক্যাম্পাসে একটি হতাশা ছিল আমার ইচ্ছা ছিল বিএনসিসিতে ভর্তি হওয়ার।

লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হলেও  অজানা কারনে ভর্তি হতে পারিনি,যাক আফসুস রেখে লাভ নেই।


গত দুই বছর আগে ছিল কলেজের ৫০ বছর ফুর্তি! ঘটাকরে পালনের কথা থাকলেও স্বার্থের কলহের জেরে হয়নি অনুষ্ঠান,এটি লজ্জাজনক।
যাক পুরাতন স্মৃতি পেছনে রেখে আজকের এই দিনে কলেজের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কলেজ সংশ্লিষ্ট সাবেক বর্তমান সবাইকে অভিনন্দন সবার জন্য শুভ কামনা রইল।
প্রিয় ক্যাম্পাস প্রিয় প্রতিষ্ঠান চিরজীবী হও,ছড়াও জ্ঞানের জ্যোতি “শুভ জন্মদিন ”

-মোঃনাছির আহাম্মেদ
সম্পাদক আজকের লালমাই
এইসএসসি ব্যাচ ২০১৬
লালমাই সরকারি কলেজ

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১