অবসর নিলেন লালমাই কলেজের নুরজাহান ম্যাম-ওমর ফারুক |স্মৃতি কথা|

নুরজাহান বেগম রেহেনা ম্যাডাম

লালমাই সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। ছত্রিশ বছরের এক মহাকাব্যিক শিক্ষকতা ক্যারিয়ারের ইতি টানলেন। লালমাই কলেজের অসংখ্য শিক্ষার্থী ও সহকর্মীদের প্রিয় মানুষ নুরজাহান ম্যাডাম অবসরে যাচ্ছেন।

বর্ণাঢ্য এক শিক্ষা জীবনের অধিকারী নূরজাহান ম্যাডাম। তিনি ১৯৬২ সালের ২৮ জুন গোমতী বিধৌত কুমিল্লা সদর উপজেলার কাটানিসার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা নূরুল হক ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা। মা রহিমা খাতুন ছিলেন গৃহিণী।

গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনীর পূর্বে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। পরিবারের সাথে শরণার্থী হয়েছেন। স্বাধীনতার পর দেশে ফিরে আবার পড়াশোনা শুরু। ১৯৭২ সালে ছোটরা মালেকা মমতাজ পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হন ষষ্ঠ শ্রেণিতে। ১৯৭৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর ভর্তি হন কুমিল্লা সরকারি মহিলা কলেজে। এ প্রতিষ্ঠান থেকে ১৯৭৯ সালে বিজ্ঞান বিভাগে সাফল্যের সাথে উত্তীর্ণ হন।

উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তিনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ও পরে ইংরেজি বিভাগে ভর্তি হন। শিক্ষক হিসেবে পেয়েছেন দেশ বরেণ্য প্রবাদপ্রতিম শিক্ষাবিদদের – অধ্যাপক কবির চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক রিযিয়া খান আমিন, অধ্যাপক খান সরওয়ার মুরশিদ, নাদেরা বেগম, খন্দকার আশরাফ হোসেন, সৈয়দ মনজুরুল হক, সামসুদ্দোহাসহ আরও অনেককে।

এছাড়াও সরাসরি শিক্ষক হিসেবে পেয়েছেন – ড. হুমায়ুন আজাদ, ড. মনিরুজ্জামান, আবু হেনা মোস্তফা কামাল, সানজিদা খাতুন, ড. নীলিমা ইবরাহীম ও ড. আহমদ শরীফের মতো প্রযিতযশা পণ্ডিতদের।

সাফল্যের সাথে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৮৬ সালে লালমাই কলেজে শিক্ষকতা পেশা শুরু করেন। এ সময় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রশাসন ক্যাডারে সম্মিলিত মেধা তালিকায় ৪৭ তম এবং মেয়েদের মধ্যে দেশসেরা হন। লালমাই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের সাথে নুরজাহান ম্যাডামের বাবার সখ্যতা ছিল। বাবার কড়া নির্দেশনা ছিল লালমাই কলেজ ছেড়ে ক্যাডার সার্ভিসে যাওয়া যাবে না। পারিবারিক বিভিন্ন কারণ ও বাবার আদেশ অমান্য না করে অনিচ্ছা সত্ত্বেও লালমাই কলেজে থেকে গিয়েছেন।

ধীরে ধীরে মন বসে যায় শিক্ষকতার মহান পেশায়। সমতটের টিলাময় ভূমি তাকে আপন করে নেয়। শিক্ষকতা জীবনের দীর্ঘ পরিক্রমায় অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন। তার হাত ধরে ইংরেজী বিভাগে অনার্স কোর্স চালু হয়েছে। নিজ হাতে গড়েছেন সেমিনার লাইব্রেরি।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। স্বামী আবদুস সাত্তার লালমাই কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক। একমাত্র কন্যা রেনেসা আহমেদ সায়মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। একমাত্র পুত্র আহমেদ সাজিদ হাসান বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং সমাপ্তির পর আমেরিকায় পিএইচ ডি করছেন।

বিদায় বেলায় কলেজ ক্যাম্পাসে নিজ হাতে রোপন করলেন বাগান বিলাস। আগামীকাল ম্যাডামের জন্মদিন। অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। অবসরের দিনগুলো অনন্দময় হোক।

– ওমর ফারুক
শিক্ষক,  ইতিহাস বিভাগ

লালমাই সরকারি কলেজ

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১