-প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক( কার্যক্রম নিষিদ্ধ)ও উপজেলা নকশা অনুমোদন কমিটির সদস্য ইমরান হোসেন (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
রোববার দিবাগত রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ধনপুর গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে লালমাই থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ইমরান হোসেন বাগমারা উত্তর ইউনিয়নের ধনপুর গ্রামের রফিকুল ইসলামের বড় ছেলে।
এই নিয়ে উপজেলায় গত দুই দিনে গ্রেপ্তার হয়েছে ৩জন।
গ্রেপ্তারকৃত বাকি দুইজন হলেন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের বাগমারা উত্তর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদ্দাম এবং বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান যুগ্ন আহবায়ক নোমান হোসেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে তথ্যটি নিশ্চিত করেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম। ওসি বলেন, সদর দক্ষিণ মডেল থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কার্যক্রম পরিচালনা করলে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুনঃ