লালমাইয়ে আবারও শিশু ধর্ষণের অভিযোগ!

-প্রদীপ মজুমদার (লালমাই)

কুমিল্লার লালমাই উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে বাবুল মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড় গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেফতার বাবুল মিয়া একই ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। শিশুটি সম্পর্কে বৃদ্ধের  নাতনি হয়।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, ধর্ষিতা শিশুটি স্থানীয় একটি মহিলা মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। রবিবার শিশুটিকে বাড়িতে রেখে তার মা বড় মেয়েকে নিয়ে হাসপাতালে যায়। ঘরে একা পেয়ে নানা সম্পর্কের বৃদ্ধটি শিশুটিকে ২০ টাকা দিয়ে মজাদার খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। শিশুটির বাবা ঘরে ফিরে এই অবস্থা দেখে বৃদ্ধকে আটক করে।

ধর্ষিত শিশুটির পিতা বাবুল মিয়া বলেন, ঘটনার সময় আমার স্ত্রী বড় মেয়েকে নিয়ে হাসপাতালে ছিলো। ছোট মেয়েকে ঘরে একা রেখে আমি পাশের বাড়িতে যাই। নিজের উঠোনে ফিরে মেয়ের চিৎকার শুনে গিয়ে দেখি, ঘরের মেঝেতে আমার শিশু মেয়েটিকে ধর্ষণ করছে বৃদ্ধ লোকটি। সে পালিয়ে যেতে লাগলে আমি তাকে ধরে ফেলি।

লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক বলেন, শিশু ধর্ষণের অভিযোগে একজন বৃদ্ধকে আটক করে মারধর করে এলাকাবাসী। খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসা শেষে পুলিশি হেফাজতে নেই।

লালমাই থানার পরিদর্শক তদন্ত শরীফ ইবনে আলম বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে মেডিক্যাল চেকআপ এর জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০