-জাহিদ হাসান নাঈম(আজকের লালমাই)
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা বাজারে প্রকাশ্যে বন্য পাখি শিকার করে খাঁচায় বন্দি করে বিক্রি করা হচ্ছে। প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার এভাবে বাজারে অবাধে বন্য পাখি বিক্রির দৃশ্য চোখে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাজারে এই অবৈধ কার্যক্রম চালু রয়েছে। কিন্তু বন বিভাগ, উপজেলা প্রশাসন এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার আকাশ থেকে বন্যপাখির ডাক ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী, বন্য পাখি শিকার, বন্দি রাখা কিংবা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এ আইনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু আইন থাকার পরও প্রকাশ্যে এ ধরনের অপরাধমূলক কাজ চলতে থাকায় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
পরিবেশ কর্মী ও লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন, পাখি আমাদের পরিবেশের অংশ, পাখিকে স্বাভাবিক ভাবে বাঁচতে না দিলে এটি আমাদের পরিবেশের উপর বিরুপ প্রভাব বিস্তার করবে। আমরা চাই,অবিলম্বে বাগমারা বাজারে অভিযান চালিয়ে সব বন্দী পাখি উদ্ধার করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে যাতে করে ভবিষ্যতে যেন আর কেউ বন্যপাখি শিকার বা খাঁচায় বন্দি করে বিক্রি করতে না পারে সে জন্য দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে।
আরো পড়ুনঃ