– লালমাই উপজেলার শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সনের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ মান সম্মত ফলাফল ও নৈতিক শিক্ষা অর্জনের লক্ষ্যে শিক্ষক-অভিভাবকগণের উপস্থিতিতে পড়ালেখায় মনযোগী হওয়ার অঙ্গীকার করেছেন শিক্ষার্থীরা।
আজ শনিবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষার্থীরা এই অঙ্গীকার করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় শিক্ষার্থী ও অভিভাকগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের সমস্যা ও মতামত তুলে ধরেন। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীন এসসিআরডিপি প্রজেক্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো: আবদুস সাত্তার, চাঁদপুরের কচুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান মো: সোলায়মান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর উপ-পরিচালক ড. মো: আয়েত আলী, ঢাকা প্রসার্স গ্রুপ অফ কোম্পানিজের সিইও আর ডি রণি, কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা: মো: সাহিদুর রহমান চৌধুরী ও লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন।
মতবিনিময়সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।
উল্লেখ্য গত কয়েকবছর ধরে শতবর্ষী বিদ্যালয়টি এসএসসির ফলাফলে কাঙ্খিত পাসের হার অর্জন করতে পারছে না। বর্তমান কমিটির সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকে শতভাগ পাসের হারের ঐতিহ্য ফিরাতে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক প্রশিক্ষণ, অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের হোম কেয়ারিং এর উদ্যোগ নেন।
আরো পড়ুনঃ