লালমাইয়ে মোবাইল কোর্টে ২০ মামলায় ৩৩,৩০০ টাকা জরিমানা

-আজকের লালমাই ডেস্ক:-

আজ সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে উল্টোপথে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অতিরিক্ত গতিতে বাইক চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ২০টি মামলা করা হয়। এসব মামলায় সর্বমোট ৩৩,৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা।

এ সময় গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করে লালমাই হাইওয়ে থানা পুলিশ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০