বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার বদলে TikTok আসক্তি!

-নিজস্ব প্রতিবেদক(আজকের লালমাই)

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অভিযোগ উঠেছে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভেতর ও আশপাশের এলাকায় TikTok ভিডিও তৈরিতে বেশি সময় ব্যয় করছে।

স্থানীয় বাসীন্দারা জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বইয়ের বদলে সারাক্ষণ মোবাইল ফোন দেখা যাচ্ছে। ক্লাসরুম, মাঠ, এমনকি রেললাইন ও পার্কেও ভিডিও তৈরি করছে অনেক শিক্ষার্থী। এর ফলে পাঠদানের সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে।

এইদিকে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মজার ছলে করা এসব টিকটক ভিডিও নিয়ে অশ্লীল গান যুক্ত করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেগেটিভ ভাবে উপস্থাপন করছে আরেকটি চক্র,যা স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

সচেতন মহলের প্রশ্ন—বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি জানেন না, নাকি জেনেও ব্যবস্থা নিচ্ছেন না? শিক্ষার্থীদের শৃঙ্খলা ভঙ্গ ও পড়াশোনায় অনাগ্রহের কারণে অনেকেই বিদ্যালয়ের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন,  শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হলে বিদ্যালয়ের ভেতরে মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ, ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং দায়িত্বহীনতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে শিক্ষা বোর্ড ও উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন সচেতন অভিভাবক ও স্থানীয়রা।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০