লালমাইয়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

-তমাল বণিক(বিশেষ প্রতিবেদক)

কুমিল্লা লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় যাত্রীবাহী উপকূল বাসের চাপায় আবু ইউসুফ (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ইউসুফ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের চরবাড়িয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর ছেলে মোটরসাইকেল চালক কামাল হোসেন (৩২) ও নাতী আবদুল্লাহ আল সামির (১০) গুরুতর আহত হয়েছেন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবু ইউসুফ তাঁর ছেলের সাথে মোটরসাইকেলে করে হরিশ্চর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। হরিশ্চর চৌরাস্তা পার হয়ে কিছুদূর যেতেই পেছন দিক থেকে কুমিল্লাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহীরা রাস্তায় পড়ে যায়। এ-সময় দ্রুতগতির একটি উপকূল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ আবু ইউসুফ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর বলেন, সকালে ছেলের সাথে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় একটি বাসচাপায় ওই বৃদ্ধ মারা যান। এলাকাবাসীর সহযোগিতায় বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০