-নিজস্ব প্রতিবেদক:২০২৫–২৬ শিক্ষাবর্ষে মরক্কোর বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে ভর্তির জন্য স্কলারশিপ পেয়েছেন ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফাজিল ২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম। বাংলাদেশ থেকে ১০ জন শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছেন। রাকিবুল ইসলাম তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।
এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্বের মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি।
রাকিবুল চারজানিয়া জামেয়া ছালেহিয়া মাদ্রাসা মাদ্রাসা থেকে তার পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন মেধাবী এই শিক্ষার্থী। তিনি কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের আবদুল মতিনের সন্তান।
তিনি মিশরের কায়রো থেকে পরিচালিত মারকায সওতুল ইসলাম অনলাইন ভিত্তিক আধুনিক আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান এর ২৮তম ব্যাচের শিক্ষার্থী। উল্লেখ্য, ২০২০ সাল থেকে এই অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত ৭৭ জন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপে নির্বাচিত হয়েছেন।
মরক্কোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহর তাআলার প্রতি, যিনি আমাকে মরক্কোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। এই অর্জনের পেছনে আমার সম্মানিত বাবা-মা ও শিক্ষকদের দোয়া ও পরিশ্রম রয়েছে। সর্বোপরি এ অর্জনে আমি ভীষণ খুশি। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষক-শিক্ষার্থীসহ দেশবাসীর নিকট আমি দোয়া কামনা করছি।
এ বিষয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক বলেন, ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুল মরক্কোর স্কলারশিপে পড়াশোনার সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের দাখিল ও আলিম স্তরে শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে মুফতি আমিমুল ইহসান হল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীতে প্রতিবছরই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ হবে।
আরো পড়ুনঃ