বাগমারায় রাত ১০টার মধ্যে ফিরতে হবে ঘরে,১১টার পর বাহিরে গেলে ধরবে পুলিশ !

– সন্ত্রাস, মাদক,চুরি ডাকাতি রোধে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মান্দারি চৌমুহনী সহ আশে পাশের এলাকার যুবকদের নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি ফিরে যেতে নির্দেশনা দিয়েছে পুলিশ।
এই সংক্রান্ত একটি নোটিশ নজরে পড়ছে মান্দারি চৌমুহনী সহ আশেপাশের এলাকায়।
নোটিশে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার ও মাদক নিয়ন্ত্রণ কমিটি, মান্দারী চৌমুহনীর বরাত দিয়ে জানানো হয়েছে যে উপরোক্ত এলাকায় অতিমাত্রায় চুরি,ছিনতাই,ডাকাতি ও মাদক কারবারিদের আনাগোনা বেড়ে যাওয়ায় উক্ত এলাকায় ও তার আশে পাশের এলাকার যুবকদের (১৮-২২) রাত দশটার মধ্যে ঘরে ফিরতে বলা হয়েছে, এছাড়া বহিরাগতদের রাত এগারোটার পর মান্দারি চৌমুহনী একাকায় পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
কেউ এই আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নিয়ে লালমাই থানা পুলিশ ও র‍্যাবের হাতে সোপর্দ করা হবে বলে নোটিশে উল্যেখ করা হয়েছে।

 

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১