দশ লাখ টাকা দেনমোহরে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করলেন সেই ছাত্রলীগ নেতা!

কুমিল্লার লালমাই উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগে মেহেদী হাসান (২৪) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর শোয়ার ঘর থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। তারপূর্বে শালিশি দরবারে ঘটনার দামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লালমাই থানা পুলিশের ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয়রা জানান, মেহেদী হাসানের সঙ্গে রায়পুর গ্রামের প্রবাসী সেলিমের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। তিনি মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে গোপনে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে মেহেদীর খোঁজে তার বন্ধুরা প্রবাসীর বাড়িতে গেলে, ঐ সময় ঘরে তল্লাশি চালান স্থানীয়রা। এবং খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় খাটের নিচে টেবিল ফ্যান নিয়ে শুয়ে থাকতে দেখা গেছে তাকে। স্থানীয়রা আটক করে বেধড়প পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আটক মেহেদী হাসানকে থানায় নিয়ে যায়।

লালমাই থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর প্রবাসীর স্ত্রী ও ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে উভয়ের পরিবার এসে তাদেরকে নিয়ে যায়। কেননা, তাঁরা বিয়ের বন্ধে আবব্দ হতে চায়।

অবশেষে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১