-আজকের লালমাই ডেস্কঃ-
সম্প্রতি অতিবৃষ্টি ও ভারতীয় ঢলের পানিতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ভুশ্চি বাজারে বাংলাদেশ গণ অধিকার পরিষদ লালমাই উপজেলার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
বন্যাত্বদের পূনর্বাসনে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ সাবেক আহবায়ক ফয়েজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
তেজগাঁও শিল্পাঞ্চল থানা গণঅধিকার পরিষদ আহবায়ক মোঃ শাহিন মিয়া, কুমিল্লা জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,কুমিল্লা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুস সালাম,লালমাই উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সোলায়মান সরকার, লালমাই উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এ ইউ এম হাসান ফরিদ, ছাত্র অধিকার পরিষদ সভাপতি এমদাদ সাগর সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ