বাগমারায় ট্রেন থেকে পেলে দেয়ার ঘটনায় দুই জন আহত ও এক জনের লাশ উদ্ধার

 

-লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা গামী সোনার বাংলা ট্রেনের ছাদ থেকে পড়ে দুই শিশু আহত ও নিহত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার উপজেলার আলীশ্বহর থেকে বাগমারার মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ আল ইমন জানান,
গতকাল রবিবার রাত ৮টার সময় শুনি বাগমারা রেললাইন এর পাশে দুইজন কে পাওয়া গেছে। তখন তাদের দেখে বাজারে সকলে সহযোগিতা করে এবং আমি আমাদের লালমাই থানার ওসি সাহেবকে জানাই এবং ৯৯৯ ফোন দেওয়াতে লাকসাম রেলওয়ে এসআই সহ কুমিল্লা রেলওয়ে এসআই এর সহযোগিতায় কুমিল্লা মেডিকেল হসপিটালে তাৎক্ষনিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আহত দুই জন চাঁদ (১২) ও পলাশ ( ১৬) কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তারা তিনজন ছিলো বাড়িতে থেকে পালিয়ে তিনজন গত ১০ সেপ্টেম্বর রাতে ভৈরব আসে তারপর তার সিলেট মাজারের উদ্দেশ্য রওনা হয়ে ভুলে তারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চলে যায়।
তখন তারা আর কোন ট্রেন না পেয়ে যেই ট্রেনের ছাদে করে রওনা হয়েছিল ঢাকার উদ্দেশ্য তখন তারা সেই ট্রেইনে ইঞ্জিনের সামনে উঠে এবং আরো দুই যুবকের সাথে দেখা হয় এবং বলে তখন সবাইকে ট্রেইনের ছাদে যাওয়ার জন্য, তারপর তারা অন্য দুইজন এর সাথে তারা তিনজন ও ছাদে উঠে , তারপর সুযোগ বুঝে ট্রেন যখন লালমাই উপজেলার চাঁন কলমিয়া অংশে পৌঁছে তখন ওই দুই অভিযুক্ত কিশোর তাদের কাছ থেকে টাকা দাবি করে, টাকা দিতে না পারায় নিহত সাহিমকে (১৭) ধাক্কা দিয়ে ট্রেন থেকে পেলে দেয়। এতে করে মাথায় গুরুতর আঘাত পেয়ে  সাহিম মারা যায়।

 

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১