বাগমারা বাজার রক্ষায় বিকল্প সড়ক চেয়ে দোকান মালিক ও ব্যবসায়ীদের মানববন্ধন।

গাজী মামুন,

কুমিল্লার লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজার রক্ষায় বিকল্প সড়ক চেয়ে ভূমির মালিক ও বাজার ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

রবিবার (২৭ জুন) সকাল ১১ টায় উপজেলার বাগমারা বাজারস্থ গিরিস সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচীর আহ্বায়ক মাস্টার আবদুল বারিকের সভাপতিত্বে ও কর্মসূচীর সদস্য সচিব ও ভূমি মালিক অধ্যাপক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামছুল হক। ভূমি মালিক সুরেশ চন্দ্র সূত্রধর, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি হাছান মাহমুদ মানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, বজলুর রহমান মেম্বার, ডাঃ সফিকুর রহমান মজুমদার, বাজার ব্যবসায়ী হাজী নূর হোসেন, বাগমারা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী ফজলুল হক প্রমুখ।

ভূমি মালিক ও বাজার ব্যবসায়ীদের অভিযোগ, লালমাই উপজেলার সদরে অবস্থিত বাগমারা বাজারটি অত্র এলাকার জনসাধারণের জন্য প্রধান ব্যবসায়ীক কেন্দ্র। অত্র বাজারের পাকা সড়কের দুই পাশে ব্রিটিশ আমলে নির্মিত ৩ টি বড় মসজিদ, ২ টি মন্দির, ৩ টি মাদ্রাসা, বিভিন্ন ব্যাংকসহ বহুতল ভবন, প্রায় পাঁচ শতাধিক দোকানপাট রয়েছে। এছাড়া ভৌগোলিকভাবে বাজারটির পশ্চিম পাশে ডাকাতিয়া নদী ও পূর্ব পাশে রেল লাইন হওয়ায় বাজারটি সম্প্রসারণের সুযোগ নেই। তাই বাজারের মাঝখান দিয়ে চার লেনের সড়ক নির্মাণের জন্য (৯০-১১০) ফুট জমি অধিগ্রহণের পরিকল্পনা গ্রহন করা হচ্ছে। এতে করে দোকান মালিক, ব্যবসায়ীক ও শ্রমিকদের অফুরন্ত ক্ষতি হবে যা কোনোভাবেই কাটিয়ে উঠা সম্ভব নয়। বরং প্রতিষ্ঠিত বাগমারার অস্তিত্ব বিলীন হয়ে যাবে অচিরেই।

দোকান মালিক অধ্যাপক নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেছি। পরবর্তীতে আমরা জেলা প্রশাসক ও মন্ত্রী মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করবো। এরই মধ্যে স্মারক লিপি গ্রহণকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন আমাদের যৌক্তিক দাবিটি উপরস্থ প্রশাসানে অবহিত করবেন বলে আশ্বাস দেন। আমরাও চার লেনের সড়ক নির্মাণের পক্ষে তবে আমরা চাই শতবর্ষী বাজারের ক্ষতি না করে বিকল্প সড়ক (বাইপাস) নির্মাণ করা হোক। আর যদি এ যৌক্তিক দাবি মানা না হয় তাহলে সকল দোকান মালিক ও বাজার ব্যবসায়ীরা মিলে আরো কঠোর প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হবে।

সুরেশ চন্দ্র সূত্রধর বলেন, সরকারের উন্নয়নের অংশ হিসেবে আমরা সড়ক নির্মানের পক্ষে আছি। স্বাধীনতার পর থেকে এই বাজারটি আজকের অবস্থানে আসতে অনেক সময় লেগেছে। তাই আমাদের প্রাণের দাবি ও আকুল আবেদন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির কাছে। আমরা চাই এ বাজার রক্ষায় আমাদের বৃহৎ ক্ষতি থেকে বাঁচাতে যেন বিকল্প হিসেবে বাইপাস সড়ক নির্মাণ করা হয়।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামছুল হক বলেন, কুমিল্লার টমছম ব্রিজ হতে নোয়াখালী বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের লালমাই উপজেলাধীন অশ্বথতলা মৌজার শতবর্ষী বাগমারা বাজার রক্ষায় বিকল্প সড়ক নির্মাণ আমাদের প্রাণের দাবি। সড়ক হোক এটা আমরা চাই। বাজারের দু’পাশে বহু প্রতিষ্ঠান আছে তা রক্ষায় বিকল্প সড়ক নির্মাণ করা হোক। যদি বিকল্প পথে না করা হয় তাহলে এমনভাবে করা হোক যাতে দু’পাশের প্রতিষ্ঠানগুলো রক্ষা পায়। অন্যান্য জায়গায় যতটুকু করা হয়েছে বাজারে এসে যেন অতটুকু করা না হয় সেদিকে যেন খেয়াল রাখা হয়। তাহলেই আমরা এ বাজারকে রক্ষা করতে পারবো।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১