নিজস্ব প্রতিনিধি:
প্রেমনল সমাজ কল্যান সংস্থা’র উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের মাগফেরাত কামনায় ইয়াতিম এবং হেফজ পড়ুয়া ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও আলোচন সভার আয়োজন করেছে প্রেমনল সমাজ কল্যান সংস্থা।
২১শে ফেব্রুয়ারি (সোমবার) উপজেলার প্রেমনল বাজারস্থ প্রেমনল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন করা করা হয়।
প্রেমনল সমাজ কল্যান সংস্থার প্রবাসী কল্যাণ সম্পাদক জনাব মাওলানা কাউছার আলমের সঞ্চালনায় কুরআন তেলায়াতের মাধ্যেম আলোচনা সভা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সংস্থার সম্মানিত সভাপতি জনাব নাছির উদ্দীন নসু। এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যান সংস্থার সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব হারুন রশীদ মজুমদার সাহেব। মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক জনাব
আব্দুল লতিফ মিয়াজি সাহেব।
আলোচনা সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ কল্যান সংস্থার সম্মানিত
কোষাধ্যক্ষ সম্পাদক হাফেজ মাওলানা আবু জাফর সালেহ। অফিস সম্পাদক হফেজ আবু ইউছুফ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব কারী আবুল বাসার সাহেব।
প্রেমনল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম,ও হেফজ খানার সম্মানিত শিক্ষক হাফেজ ওয়ালিউল্লাহ সাহেবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ভাষা শহীদদের জন্য
প্রেমনল সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে স্মরন ও দোয়া করা হয়।
সর্বশেষ মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরনে মধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।